ওরা যারা মানুষের রক্ত নিয়ে করে ছুড়াছুড়ি
মানুষের তাজা খুন হাতে মুখে মাখে
ওদেরও দু’হাত আছে মানুষের মতো
সেই হাতে ওরা খেলে কসাইয়ের খেলা;
ওদেরও দু’চোখ আছে মানুষের চোখ
সেই চোখে ওরা তবু মানুষ দেখে না।
ওরা যারা মানুষের রক্ত নিয়ে করে ছুড়াছুড়ি
মানুষের তাজা খুন হাতে মুখে মাখে
ওদেরও দু’হাত আছে মানুষের মতো
সেই হাতে ওরা খেলে কসাইয়ের খেলা;
ওদেরও দু’চোখ আছে মানুষের চোখ
সেই চোখে ওরা তবু মানুষ দেখে না।