যে আগুন জ্বালাও তুমি সে আগুন তোমার ঘরেও লাগবে লো
সে মরণ বাঁশি ঠিকই তোমার কানেও বাজবে যাতে মরণ খেলায় সুর তোলো…
যে পাপের আগুন জ্বেলে গরম তেলে ভাজলে সুখ
সে পাপে পুড়বে তোমার মিথ্যে মায়ার সব শালুক।
যে অহংকারের তাপে বাক্যালাপে দারুণ তুমি অহংকারি
সে তোমার প্রথম পতন, বলতে পারি…
যে টাকার গন্ধে তুমি মাতাল হয়ে ছুটছো লো
সে ঠিকই ছাড়বে তোমার, সে তো নয় তোমার মতন সংসারি;
তা তুমি যতই ভীষণ আপন আপন সুর তোলো।
যে আগুন জ্বালাও তুমি সে আগুন তোমার ঘরেও লাগবে লো
সে মরণ বাঁশি ঠিকই তোমার কানেও বাজবে যাতে মরণ খেলায় সুর তোলো…