তুমি ভাবো- মাথা তুলে দাঁড়াবার কেউ আর নেই
পৃথিবীর জরায়ুতে জন্ম নেবেনা কোনো বীর-
বলবেনা কথা কেউ, মুখ বুজে সয়ে যাবে- সব
অন্যায়-অবিচার;
অধিকার শব্দটি
দপ্তরে দপ্তরে ফাইলের নিচে
চাপা পড়ে হারাবে জীবন!!
কিন্তু তা হলো না এখনো…! আহা!!
কিছু কিছু মানুষেরা অধিকার ভুলে যায় ঠিক
কিন্তুু বুকের মাঝে কর্তব্যের দারুণ জ্বালায়
পুঁড়ে পুঁড়ে খাক হয়, কথা বলে বিবেক তখন-
এখনো মানুষ আছে মানুষের মাঝে
এখনো পৃথিবী কোনো বন্ধা জননী নয়…
বীজ পুতে দিলে
সবুজ বাগান হয়ে কথা কয় নতুন জীবন!!
আমাদের মাঝখানে মৃত্যু এমন কিছু নয়
বেছে বেছে ধরে নিয়ে যাবে,
মৃত্যু এমন এক যাত্রার নাম
অনিবার্য যাত্রী যার আমরা সবাই।
তবু যারা ভেবে থাকে নিজেকে এমন কোনো রাজা
পতনের মুখ যার দেখতে হবে না কিছুতেই,
তারা আর যাই হোক আয়নায় নিজেকে দেখে না।