আমাদের কলোনিতে বাজারের থলে হাতে ফিরে আসে যেই
চাল-ডাল-তেল-নুন এবং সংগে কিছু কষ্ট আনেই
আমাদের পাখিগুলো গান গাওয়া ছেড়ে দিয়ে হঠাৎ কেমন
নিরবতা প্রিয় হয়ে বেঁচে আছে; এখানে এখন
বাতাসেরা আসে যায় ঘড়ির কাটার মতো
মাঝে মাঝে মনে হয় সেও যাবে থেমে-
আমাদের কলোনিতে এখন পড়েনা কেউ মানুষের প্রেমে।।
আমাদের রাতগুলো বুটের শব্দে কাঁপে আর
দিনগুলো মনে হয় শুনশান কোনো এক প্রাচীন বাজার…
চড়া দামে আজকাল সুখের কাঙাল যারা কিনে আনে সুখ;
এবং অন্ধ যারা আনমনে দেখে এক সূর্যের মুখ!!