সত্যি করে একবার বল দেখি মন
মানুষ মানুষ হয় আসলে কখন
হাসি নাকি কান্না কোনটাতে তাকে
অধিক মানুষ লাগে বল তো আমাকে।
মন বলে- দুইটারই হলে মিশ্রণ
মানুষ আদতে হয় মানুষ তখন…
সত্যি করে একবার বল দেখি মন
মানুষ মানুষ হয় আসলে কখন
হাসি নাকি কান্না কোনটাতে তাকে
অধিক মানুষ লাগে বল তো আমাকে।
মন বলে- দুইটারই হলে মিশ্রণ
মানুষ আদতে হয় মানুষ তখন…