(প্রিয় টিটন ভাইকে স্মরণে)
সাজানো বাগান থেকে একে একে ঝরে যায় সবকটি রক্ত-গোলাব
হায়েনার চিৎকারে নিভে যায় আমাদের আলোর মশাল।
তোমার মৃত্যু যদি হয়
জেনে রাখো জননী-স্বদেশ;
তোমারি বুকের দুধে হয়েছে লালন ঐ ঘাতকের দল
তোমারি বুকের দুধে বেড়ে ওঠা শেয়ালের দল
পেয়ালায় ঠোঁট রেখে পান করে রক্ত-সরাব…
আর কোনো ব্যাথা নেই এর চেয়ে ব্যাথা
যে ব্যাথায় কাঁদছে পরাণ-
আর কোনো সুর নেই জানা
যেই সুরে গাওয়া যায় শোকের গজল- শুধু চিৎকার ছাড়া।
ভাঙা নীলদাড়া আর
ঝুকে পরা মাথা নিয়ে হেট হয়ে আছো তুমি, মাগো!!