গভীর অন্ধকারে জেগে থাকে জোনাকির আলো
বাঁশঝাড়-ঝাউবন -পুকুরের পাড়ে,
আর থাকে ঝিঁঝিঁডাকা কালের গেলাস
টলকায় স্বপ্নের হেয়ালী শরাব…
অনেক প্রশ্ন থাকে, মেলেনা জবাব।
মাঝে মাঝে পাখি হয় রাতের হুতুম
কিংবা উপুড় হয়ে ঝুলে থাকা মৃত এক কাক;
পথের সাথীরা তার চারপাশ ঘিরে
ছুটোছুটি করে
বেহুদাই জটলা পাকায়-
রুমাল চাপিয়ে নাকে হন-হন হেঁটে যায় নগর সমাজ-
‘মরলেও কোনোদিন বদলাবে কাকের স্বভাব !!’
মনে মনে বলে, কুচকায় ভ্রু…
তবু এই অসভ্য জোনাকির পাল
মরিচা বাতির মতো ঝুলে থাকে রাতের শরীরে,
তবু এই অসভ্য কাকের সভায়
তোলা হয় নগরীর গলিত কষ্টগুলো ফের…
অনেক প্রশ্ন থাকে, মেলেনা জবাব;
ডাস্টবিনে জমা হয় লাশ প্রশ্নের-
Advertisements