আমাকে বিভক্ত করে তুমি কোন সুখ পাও প্রিয়
পাসপোর্ট ভিসা ছাড়া সমগ্র পৃথিবী নিয়ে বাড়ালাম হাত
অথচ তোমার খুব কাটাতার ভালো লাগে তাই
টুকরো টুকরো করে গড়ে তোলো রাষ্ট্রের মায়া
মানুষ শাষনপ্রিয় খুব-
আমাকে বিভক্ত করে শাসন করতে চাও যদি
আমিও স্বাধীনচেতা কাটাতার মানবো না জেনো
যুদ্ধ চালিয়ে যাবো যতদিন বাঁচবো এখানে
একটাই পৃথিবী আমার
একটাই সংসার; আকড়ে ধরেছি ভালোবেসে…