আয়নাটা হাত থেকে পড়ে যেতেই কয়েক টুকরো আমি ছড়িয়ে পড়লাম এদিক সেদিক,
দেখলাম একই সময়ে বাগদাদে একটা বোমার বিকট বিষ্ফোরণে ছিন্নভিন্ন হয়ে ঝরে পড়লো কয়েকটি ফুল…
দেখলাম এই সামান্য সময়েই রোহিঙ্গাদের কয়েকটি গ্রাম পুঁড়ে ছাই হয়ে গেলো
এবং ইসরাইল জুড়ে জ্বলে উঠলো দাউ দাউ আগুন…
পুজিবাজারের দরপতনে চিন্তিত কয়েকটি মুখ নিজেদের মধ্যে সেরে নিল গোপণ বৈঠক-
পারমানবিক চুক্তিতে স্বাক্ষর করে শান্তিবাদী হয়ে উঠলো অনেকেই,
আর এরই ফাঁকে এক টুকরো রুটি নিয়ে ছিটকে পালিয়ে গেলো একটা ক্ষুধার্ত ছেঁচড়া চোর।
আদালতের রায়ে ধর্ষণের দায় থেকে মুক্তি পেয়ে গেল যে যুবক সে আবারো এই মুহূর্তে ধর্ষণ করে বসলো স্বয়ং বিচারপতির একমাত্র মেয়েকে;
এবার হয়তো আর নিস্তার নেই বেহায়াটার…
আয়নার টুকরোগুলো ঝাঁট দিয়ে ফেলে দিতে অনুমতি চেয়ে দাঁড়িয়ে আছে কাজের মেয়েটি-
আমি বললাম- সাবধানে, হাত কাটে না যেনো দেখিস…