ধুসর প্রজাপতি,
তোমার একটা ডানা আমার বড্ড প্রয়োজন;
নান্দনিক একটা প্রচ্ছদের জন্য,
তোমার ডানা যে বইয়ের শোভা বর্ধন করবে তার মধ্যে রয়েছে
গোটা চল্লিশেক প্রেমের কবিতা।
কিন্তু তোমাকে মেরে তোমার ডানাটা ছিনিয়ে নিতে মন সায় দিচ্ছে না।
কি করবো বলো?
এখন শুধু তোমার মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া
আর কিই বা করার আছে…