তুমি ভাবলেই ভেবে ফেলো এক মেঘহীন রাত তারা ঝলমলে শূন্য আকাশ
আমি ভাবলেই দেয়ালে বন্দী কেঁপে কেঁপে ওঠে শ্বাস-প্রশ্বাস,
তুমি ভাবলেই ফুল করে ভুল বিতরণ করে আতরের ঘ্রাণ
আমি ভাবলেই কারাগারে যেনো কেঁদে ওঠে কোনো নির্দোষ প্রাণ
আকাশ তবে কি কারো কারো হয়, বাতাস তবে কি সবার নয়?
জাগে সংশয়,
তবু পরাজয় মানিনি এখনো; অভিযোগ নেই কারোর উপর
ভাবছি কাটার তিক্ষ্ণতা দেখে বিশ্মিত হবো ফুলের মতোই…