স্বপ্নকে তুই সাজাস কেমন কোরে?
ওসব আমার গোলমেলে যায়
কঠিন ঘুমের ঘোরে।
চাঁদটাকে তুই বন্ধু বলিস
তারার সাথে আড্ডা জমাস
অন্ধকারেও রাস্তা চলিস
কেমন কোরে?
চেষ্টা করেও গত ছ’মাস
চাঁদ হলো না বন্ধু আমার
তারাগুলো আকাশ-জামার
বোতাম হয়ে আটকে দিলো
কল্পলোকের দ্বার
সকল প্রয়াস বন্ধ এখন
স্বপ্ন সাজাবার।
স্বপ্নকে তুই কেমন কোরে সাজাস
কেমন কোরে রাতের তারে
নিপূণ এ সুর বাজাস!