হৃদয়ের সুখে / সায়ীদ আবুবকর

শরীর ঈর্ষায় মরে হৃদয়ের সুখে,-
হৃদয় যাপন করে যেন বা পরীর
ফুলেল জীবন; তাই চোখে-ঠোঁটে-মুখে
দোজখের দীর্ঘশ্বাস ছড়ায় শরীর।

দু-হৃদয় এক হয়ে যেন প্রজাপতি
অসীম আনন্দে ওড়ে রঙিন ডানায়;
প্রণয় তাদের দেছে আলোকের গতি,
বিশ্বাসে জীবন ভরে কানায় কানায়।

কোথায় মেক্সিকো আর কোথায় এ বঙ্গ,
দোঁহার হৃদয় তবু আটটি প্রহর
একসাথে একখানে করে প্রেমরঙ্গ;
জলে-স্থলে-শূন্যে তারা বেঁধেছে যে ঘর।

হৃদয়ের সুখ দেখে অঙ্গে পাকে জট,
দু-শরীর দুই দেশে করে ছটফট।

২১.৪.২০১৩ মিলনমোড়, সিরাজগঞ্জ