আলুর পাতা আলুথালু বেগুন পাতায় দই,
সাতটা কাকে খেয়ে গেল, খোকন গেল কই?
খোকন গেছে পাঠশালাতে লাল গামছা গায়,
বইগুলো সব রইল পড়ে বুড়ো বটের ছায়,
খোকন গেছে ক্ষীরসাগরে ময়ূরপঙ্খি নায়।।
খোকন গেছে ক্ষীরসাগরে / শামসুর রাহমান
“খোকন গেছে ক্ষীরসাগরে / শামসুর রাহমান” এ একটি মন্তব্য
-
বড়ো কবির বড়ো লেখা…
পাঠে অনেক যায়ও শেখা!LikeLike
এখানে আপনার মন্তব্য রেখে যান