রাতের পাখিদের খবর রাখো তুমি
রূপোর চাঁদ ঝরে বনে,
কি কথা কয় তারা ঘুমের পাড়াগায়
কি কথা কয় নির্জনে!?
তারা কি জীবনের অর্থ খুঁজে পায়
আঁধারে মেলে দিয়ে ডানা,
ঘুমের গন্ধ কি তাদের ভালো লাগে
তারার পায় মোহরানা!?
রাতের পাখিরা কি নিবীড় সঙ্গমে
আহত সুখ নিয়ে কাঁদে,
কিংবা ব্যথাদের শীতল হাত ধরে
বেরোয় নির্জন ছাদে!?