তুই আসমানে যা মন
তোর নীলের প্রয়োজন
আর চাঁদের মতো একটা ছোট্ট
তিলের প্রয়োজন…
তুই মেঘের দেশে যা
যা বৃষ্টি মেখে আয়,
আর চাঁদনি রাতে তুই
সাঁজ রুপোর জোছনায়,
তোর অযুত-কোটি তারায় তারায়
চলুক বিচরন…
তুই পাহাড় দেশে যা
যা ঝরনা দেখে আয়,
আর নুপুর পরে তারই
বোস নদীর কিনারায়,
তোর ছন্দ পেয়ে নদীর বুকে
জাগুক শিহরণ…