কিছু কল্পনা যায় বেড়াতে দূর বনে
কিছু এলোমেলো বাজে সুতো ছেড়া সুর মনে
জীবন ঘুড়িটা বাতাসে লাট খায় একা
তার কারণে-অকারণে-
জানে ঝড়ো হাওয়া জানে পাতা
জানে চুপসে যাওয়া কালো ছাতা
আর বৃষ্টি ভেজা ঐ সন্ধ্যা জানে
তার কারণে নাকি অকারণে-
এখন চোখে আর আকাশ লাগে না কি ভালো?
এখন মনে আর যায় না বয়ে নীল নদী?
এখনো পাহাড়ে দাঁড়িয়ে পাও তার দেখা?
আকো ছবি? মনে মনে…
গাঁথো কি কবিতার মালা? বলো প্রিয়…
জানে তার দেওয়া কবিতার বই
আর কবিতার প্রতি শব্দই
জানে বিকেলের খালি ঐ বেঞ্চও জানে
তার কারণে নাকি অকারণে-