তুমি যে সবুজ বনসাই আমাকে দিয়েছো,
সেটা বনসাই হয়ে থাক, তা আমি চাই না।
আমার বাগানে আমি সেটা লাগাব, ঢালব পানি
রোজ যত্ন নেবো, ছোঁবো; কিছুতেই রাহাজানি
হতে দেবো না; হোক না সৌন্দর্যের জানাজানি
পরওয়া করি না কারো, ঝড়ের ভয় পাই না।
সময়ের সঙ্গে বড় হবে বটের গাছটি
সুখস্বপ্নসাধের পাখিরা নেচে যাবে ডালে ডালে,
জীবন্ত স্মৃতির আলো খেলে যাবে পাতায় পাতায়
ষড়ঋতু দেখা দেবে কবিতার সৃষ্টিসুখকালে।
শেকড় বিস্তৃত হবে জীবনের মৃত্তিকা জড়িয়ে
প্রাণের আবেগে সবুজতা যাবে আকাশে ছড়িয়ে।
যতদিন বেঁচে আছি এই বৃক্ষ আমার প্রেরণা-
সৃজনের উৎসধারা চোখের সামনে বড় হোক;
যতই সবুজ হবে, পল্লবিত, কুসুমিত হবে
জীবন ততোই হবে প্রাণময় আর কাব্যময়।
একদম ভুলে যাবো বেদনার আরণ্যক
আমায় ছুঁবে না পৃথিবীর কোন দুঃখ-শোক।
মন্তব্য করুন