আমি যদি আকাশ হতাম-
বুকের মধ্যে স্তরে স্তরে জমা হতো নানা রঙের মেঘ
কিন্তু বৃষ্টির কোনো রঙ থাকতো না;
সুখ সে যে রঙেরই হোক
অনুভূতির কোনো রঙ থাকতে নেই,
দুঃখ সে যে রঙেরই হোক
কান্নার কোনো রঙ থাকতে নেই।
আমি যদি আকাশ হতাম-
বুকের মধ্যে স্তরে স্তরে জমা হতো নানা রঙের মেঘ
কিন্তু বৃষ্টির কোনো রঙ থাকতো না;
সুখ সে যে রঙেরই হোক
অনুভূতির কোনো রঙ থাকতে নেই,
দুঃখ সে যে রঙেরই হোক
কান্নার কোনো রঙ থাকতে নেই।