:হিং টিং ছট
দাঁত কটমট
এইবার এইবার কান্ডটা ঘট-
(ঘটে গেলো কান্ড
ফকিরের ভান্ড
খালি করে হলো এক
ইয়া বড় ফান্ড!)
ফান্ডের কাজ কি?
ভেবে ভেবে ফেলছেন কপালের ভাঁজ কি?
ভাঁজ ফেলে লাভ নেই
কাজের অভাব নেই
লুটেপুটে খাবে রাজা
এমন স্বভাব নেই!!
:বেশ তাই হোক না,
রাজা কিছু কোক না-
:ফকিরের ফান্ড নিয়ে কথা বলে রাজা!
ঐ মিয়া খান কি? ভাঙ নাকি গাঁজা??
:বাহ বাহ বেশ তো
খেল শুরু না হতেই হয়ে গেলো শেষ তো!
সত্যিই কাটছে না দু’চোখের রেশ তো।