রাতের আঁধার হয়ে
তুুুমি এলে
আমার ক্লান্ত চোখে,
আমি বোবা পাখি
দৃষ্টির নিক্তিতে মেপে ফেলি অজস্র তারা-
তারপর ঘুম ঘুম চোখে
নেমে আসে বিশুদ্ধ ইরেজার
মুছে যায় অবসাদ
জীবনের কাতর বিলাপ-
কি নিমগ্ন দুঃখ এখানে
ওৎ পেতে বসে আছে দ্যাখো
মাকড়শা ছড়িয়েছে জাল!
রাতের আঁধার হয়ে
তুমি রোজ এসো
বসে থেকো মায়ের মতন
অসুখের ভান করে লুকোবো নিজেকে-