হে চোখ,
ভালোবেসে অশ্রু ঝরাও
আমার বিশ্বাস, তোমার উর্বর স্পর্শ
হৃদয়কে আরো বেশি আবাদযোগ্য করে তুলবে-
তবে তোমার অশ্রু যাদি দূর্বলতার প্রতিক হয়ে থাকে
তাকে রুখে দাও।
মনে রেখো-
জালিমের কারাগারের উর্বরতায় বলে দেয়
বিপ্লব কতোদূর।
হে চোখ,
ভালোবেসে অশ্রু ঝরাও
আমার বিশ্বাস, তোমার উর্বর স্পর্শ
হৃদয়কে আরো বেশি আবাদযোগ্য করে তুলবে-
তবে তোমার অশ্রু যাদি দূর্বলতার প্রতিক হয়ে থাকে
তাকে রুখে দাও।
মনে রেখো-
জালিমের কারাগারের উর্বরতায় বলে দেয়
বিপ্লব কতোদূর।
মন্তব্য করুন