যখনই
নিসঙ্গ ছাদে দাঁড়িয়ে যুবক
ভুলে যায় সব পিছুটান
ভুলে যায় সব সম্পরর্কের মায়াজাল
মুছে ফেলে তার লালিত স্বপ্ন এবং আশার সব দাগ
তখনই তো তার মৃত্যু ঘটেছে
মানুক বা কেউ না মানুক।
সে ভালোবাসার অর্থ ভুলেছে
জানুক বা কেউ না জানুক।
যখনই
নিসঙ্গ ছাদে দাঁড়িয়ে যুবক
ভুলে যায় সব পিছুটান
ভুলে যায় সব সম্পরর্কের মায়াজাল
মুছে ফেলে তার লালিত স্বপ্ন এবং আশার সব দাগ
তখনই তো তার মৃত্যু ঘটেছে
মানুক বা কেউ না মানুক।
সে ভালোবাসার অর্থ ভুলেছে
জানুক বা কেউ না জানুক।
মন্তব্য করুন