শুন্যতারও অর্থ থাকে
কিন্তু তুমি হাত গোটানোর পক্ষে ছিলে
আর যারা এই হাত গোটানোর পক্ষে ছিলো
কেমন কোরে অর্থ পাবে হাত বাড়ানোর?
একটা পাতার কিংবা পাখির ওড়ার মধ্যে তফাৎ আছে
কিন্তু তারা ভিন্নরকম অর্থবহ;
প্রজাপতির কোমল ডানার অর্থ জানার সামর্থ কার?
সহজভাবে সহজটাকে বোঝাও কঠিন
আর তুমি তো হাত গোটানোর পক্ষে ছিলে;
কেমন কোরে বুঝবে বলো সহজ কথা-
‘হাঁটবো বলেই হাত ধরেছি…’
Advertisements