গড়গড়িয়ে গড়িয়ে
যায় রে ছড়া ছড়িয়ে,
আওয়াজ ওঠে ঝুনঝুন
টুনটুনি গায় টুনটুন,
দেখতে এসে বুলবুল
করে কেবল চুলবুল,
ছড়া ছবির রাজজে
তাই চলেছি আজ যে।।
গড়গড়িয়ে গড়িয়ে
যায় রে ছড়া ছড়িয়ে,
আওয়াজ ওঠে ঝুনঝুন
টুনটুনি গায় টুনটুন,
দেখতে এসে বুলবুল
করে কেবল চুলবুল,
ছড়া ছবির রাজজে
তাই চলেছি আজ যে।।