সত্যকে যারা চাপা দিতে চায়
মিথ্যার সাথে করে বসবাস
ঘন কালো মেঘ জানি
চিরদিন ঢেকে রাখে তাদের আকাশ
সূর্যের সাথে তারা মেলে না,
তুমিও কি বন্ধু তাদের মতোই
ভোরের আলোর দেখা পেলে না।।
যারা মানে এ আঁধার ঢেকে রাখে
রাখবে চিরকাল
তারা কি রাখেনা খোঁজ যখন সকাল
মেলে ধরে পৃথিবীর তাবৎ গোপণ!
তাদের মতোই যদি তুমিও ভাবো
ভেবে দেখো, ভুল পথে গেলে না?
সত্য সে চিরকাল আলোকিত সূর্য এমন
মিথ্যার কালো রাত ভেদ কোরে জাগে বার বার
কিন্তু কখোনো তারা মেলে না।
good
LikeLiked by 1 person
ধন্যবাদ
LikeLike