ঝড়ের ইশারা ওরা জানে / ফররুখ আহমদ

ঝড়ের ইশারা ওরা জানে।
নীড় ছেড়ে উঠে আসে
প্রদীপ্ত উল্লাসে
মরণের ডর নাহি মানে।।

ভীরু যারা আঁধারে লুকায়
ওরা শুধু সংঘাত চায়
বজ্র বিদ্যুতের মুখে
ফেরে নির্ভীক বুকে
নির্ভয়ে ওরা পাখা হানে।।

ভেঙে পড়ে আকাশ খিলান
তবু তোলে যৌবন গান
ধরি মৃত্যুর টুটি
প্রাণধারা আনে লুটি
জীবনের নব অভিযানে।।

সুর: আবদুল আহাদ
স্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু