যে আগুনে পুড়ি আমি / সাইফ আলি

যে আগুনে পুড়ি আমি
যেই জলে ভাসি,
সে আগুন না ছুঁয়েই
সেই জলে না নেমেই
করো হাসাহাসি।।

কারো কারো জীবনের অর্থ
অভিধান ঘেঁটে বের করা যায় না,
কোনো কোনো কবিতার মর্ম
ভাষা জ্ঞান খাটিয়েই ধরা যায় না।।
যতটাই পথ চলা হোক পাশাপাশি…

কতো কথা থাকে কতো স্বপ্ন
যাপিত এ জীবনের আড়ালে
বেজে ওঠে প্রিয়তম কত সুর
হঠাৎ জীবন থেকে হারালে।

ঝরে পড়া বকুলের গন্ধ
বুকে ধরে বেশিক্ষন রাখা যায় না,
ক্যানভাস শত রঙে ডুবালেও
কিছু ছবি কোনোদিন আঁকা যায় না।।
কিছু কিছু গল্পের মোহনায়
ধরা দেয় কষ্ট ইলিশ রাশি রাশি…

২৭/০৫/২৩

মনের কথা বল / সাইফ আলি

এই জল-জোছনা জল
ভেজায় শতদল
তুই মনের কথা বল সখী আজ
মনের কথা বল।।

ঝিঁঝি ঝিঝি চতুর্দিকে
জোনাক জোনাক মন
রূপোর জলে কি টলটলে
মায়াবী উঠোন।।
ও উঠোন তো নয় শীতল পাটি
বিছিয়ে বসি চল।

এই রাত যেনো তোর চুল
আর দরিয়া দুই চোখ
মন-মরুভূমি তোর ছোঁয়াতে
ফুল বাগিচা হোক।

দুরুদুরু কাঁপন বুকের
শুনতে কি পাস তুই,
তোর কাজল গলা বৃষ্টি যখন
আলতো করে ছুঁই??
তোর কান্না হাসি দুটোই আনে
এই পরাণে ঢল।

২৭/০৫/২৩

আমি কোন সাগরের জল সেঁচেছি / সাইফ আলি

আমি কোন সাগরের জল সেঁচেছি
কোন পাথরের মন যেচেছি
কোন পাহাড়ের চুড়ায় উড়ো
মেঘের কাছে প্রেম বেচেছি
সারা জীবন ধরে;
আমি ফিরছি মুসাফিরের বেশে আমারই শহরে!!

যার আছে দুই পাখির ডানা
কে বেঁধে দেয় তার সীমানা;
কার দু’চোখে তার বিরহে
বৃষ্টি খেলা করে??

আমি ঘুমিয়ে পড়ার ভান করি রোজ
স্বপ্ন দেখার লোভে,
স্বপ্নরা ঘাড় বাঁকিয়ে রাখে
না জানি কোন ক্ষোভে!

পাতাবাহার দুঃখটা যার
মুখে মুখে তার সমাচার
যতই রঙিন কষ্ট পুষে
রাখুক সে অন্তরে।

২৩/০৫/২৩

ঠান্ডায় বসে তবু কপালটা ঘামছে / সাইফ আলি

ঠান্ডায় বসে তবু কপালটা ঘামছে
মুদ্রার মান নাকি ক্রমাগত নামছে।

নামছে মানুষের নীতির পারদটা
ভালো কি মন্দ বিচারের বোধটা!
উঠছে দ্রব্যের মূল্য দেদারসে
মানিয়ে নিতে তাতে সবাই কি পারছে?
ভয়ে ভয়ে ধরে আছি মানিব্যাগ খামছে!

ঠান্ডায় বসে তবু কপালটা ঘামছে
মুদ্রার মান নাকি ক্রমাগত নামছে।

শান্ত চারপাশ কারো কোনো কথা নেই
তবু অস্বস্তি! না না নিরবতা নেই।
এ বুকে পাতো কান, কিছু কি পুড়ছে?
লাশেরা জীবিতের কবর খুঁড়ছে!
পূর্ণ থিয়েটার, শান্ত দর্শক
আটারো ডিগ্রিতে তুমুল ঘামছে!

ঠান্ডায় বসে তবু কপালটা ঘামছে
মুদ্রার মান নাকি ক্রমাগত নামছে।

যে লাশ ঝুলছিলো বয়স কতো তার?
পকেটে ফুল ছিলো সদ্য বেদনার-
টেবিলে বই ছিলো ‘তুমিও জিতবে’!
কেনো সে হেরে গেলো, কোথায় ক্ষত তার?

সমাজ পাল্টানো ছিলো যার লক্ষ্য
কেনো সে পাল্টালো প্রতিদিন নিজেকেই,
কোন সে আলেয়ার পিছে পিছে ছুটে সে
নিজেকে ক্ষয় করে অবশেষে থামছে?

ঠান্ডায় বসে তবু কপালটা ঘামছে
মুদ্রার মান নাকি ক্রমাগত নামছে।

যে প্রেম সাময়িক ভোগের সুখ দেয়
কেনো সে নীল বিষে পাখিরা মুখ দেয়
কেনো মাদক ছেয়ে ফেলছে গোটা দেশ
আলোর রূপ ধরে আঁধার নামছে!

ঠান্ডায় বসে তবু কপালটা ঘামছে
মুদ্রার মান নাকি ক্রমাগত নামছে।

প্রতিদিনই সংলাপ বাড়াচ্ছে উত্তাপ
ডানে বায়ে চারিদিকে বুদ্ধিজীবির চাপ
এতো চাপ পার করে
চলছি ধার করে
বলছি তবু দিন যাচ্ছে আরামছে…

ভাঁজ খোলো রুমালের, দেখাও জাদুকর
ধোঁয়ার কুণ্ডলী সফেদ কবুতর
দেখাও দুচোখের সীমিত পরিসর
কিভাবে নদী হয়, কিভাবে বালুচর!

তপ্ত রাজপথ আকাশেও মেঘ নেই
যন্ত্র মানবেরা ছুটছে, আবেগ নেই
জীবন যুদ্ধের ময়দানে ছুটে শেষে
কোথায় মঞ্জিল কোথা গিয়ে থামছে!?

১৬/০৫/২৩

ফুল পাখিদের দুঃখটা / সাইফ আলি

ফুল পাখিদের দুঃখটা কেউ
বুঝলো নারে বুঝলো না,
শুকনো পাতার মর্মরে তার
যন্ত্রণা কেউ খুঁজলো না।।

দেখলো নদীর জোয়ার ভাটা
পাতলো সুখের জাল,
উঠলে জালে পাবদা পুটি
পড়বে পাতে কাল;
যতই মাছের মতো ছটফটায়া
হোক না জীবন পার
কিসে যন্ত্রণা তার লাঘব হবে
সেই উপশম খুঁজলো না।

ইট পাথরে লাগলো এসি
পদ্মা ধু ধু চর
শইলে যেনে হাত বুলায়া
পুড়াইছে অন্তর।।
হাইরে অন্তর পুড়ার গন্ধ নাকি
ভীষণ চমৎকার
তাইরে আগুন লাগায় বইসা আছে
জলের মায়া বুঝলো না।

১২/০৫/২৩

মুকুলে আমার ভরে গেছে বন / সাইফ আলি

মুকুলে আমার ভরে গেছে বন
মৌ মৌ গন্ধে বিমোহিত মন
এই জীবন কানন শেষ হলে দর্শন
ঘুচাও দুচোখ থেকে এই আকর্ষণ।।

পেয়ালা যদি আর খালি নাই থাকে
প্রস্তুত থাকি যেনো তোমার ডাকে
সাড়া দিতে, দয়াময় দূর করে দাও ভয়
সহজ করে দাও কবরের আলিঙ্গন।।

পাথর পুড়িয়ে তুমি জ্বেলেছো যে আগুন
সে আগুন সইবার শক্তিও নাই
ইব্রাহিমের মতো ভক্তিও নাই
তবুও তোমার চেয়ে কে আছে আপন।।

০৬/০৫/২৩

আমি অন্ধকারে পথ পেয়েছি আলোয় দিশেহারা / সাইফ আলি

আমি অন্ধকারে পথ পেয়েছি আলোয় দিশেহারা,
আমায় রেখো তাদের পথে তোমায় পেয়েছিলো যারা।।

আমার মনের আকাশ নীলে
যেটুক দুঃখ ঢেলেছিলে
সেটুক ছিলো রহম ধারা
আমি বুঝেছি ইশারা, তোমার গোপন ইশারা!
আমায় রেখো তাদের পথে ভালোবেসেছিলো যারা…

তুমি পোড়াও যদি পুড়ি
আমার অবাধ্য মনঘুড়ি
থাকুক তোমার নিয়ন্ত্রণে…

আমার শূন্য চোখের ধারে
যে জল, বাসলে ভালো তারে;
দিলে ক্ষমার অঙ্গিকার!
আমায় রেখো তাদের দলে তোমায় ছাড়া এ সংসার
ছুড়ে ফেলেছিলো যারা।

০৬/০৫/২৩

আমি বাজার করতে শিখিনি এখনো / সাইফ আলি

আমি বাজার করতে শিখিনি এখনো
ঠকে যাই বারবার,
কিভাবে শিখবো বলো এ জটিল
হৃদয়ের কারবার।।

তুমি ভাবুকের মতো পড়ে ফেলো চাঁদ
পড়ে ফেলো গ্রহ তারা
নিশ্বাসে করো প্রেমের আবাদ
বিশ্বাসে ঘরছাড়া।।
আমি কিছুই পারিনা নিজেকে সে কথা
বোঝাই হাজারবার…

আমি একটাই শুধু কৌশল জানি
একটাই পথ চিনি,
প্রিয়তমা আসো সে পথেই হোক
হৃদয়ের বিকিকিনি।।
খুব সংক্ষেপে বাঁধা পড়ি,গড়ি
লাল নীল সংসার।

২৮/০২/২৩

মাটির প্রেমে মজলিরে মন / সাইফ আলি

মাটির প্রেমে মজলিরে মন
মালিক তোরে ডাকবে যখন
তখন তাঁরে কি বুঝ দিবি বল
মাটির দেহ ঘুমাক পড়ে
তাঁর দুয়ারে চল।।

সপ্ত আকাশ তারার মেলা
যে নাম জপে সারাবেলা
যে নাম জপে বৃক্ষরাজি
পাথর-মাটি-জল
যে যা বলে বলুক রে মন
তাঁর দুয়ারে চল।।

তাঁর দুয়ারে খালি হাতে
কেমনে যাই, কি নিই সাথে
অশ্রুদানায় ভরে তুলি শূন্য করতল।।

দুদিনের এই সফর শেষে
ফিরবি যখন নিজের দেশে
কি কৈফিয়ত দিবিরে মন
করলে তলব বল।।

২১/০২/২৩

হাঠাৎ সেদিন জানলা দিয়ে / সাইফ আলি

হাঠাৎ সেদিন জানলা দিয়ে
হাত বাড়ালো কেউ
তোমরা দেখো শান্ত নদী
আমি দেখি ঢেউ…

হঠাৎ সেদিন হাত বাড়ালো-
গোলাপ রাঙা হাতে
শিউলিটুকু থেঁতলে গেছে
ঝরলো যে শেষরাতে।

হঠাৎ সেদিন…
হঠাৎ সেদিন চোখ খুলে তার
আকাশ পানে চাওয়া,
তোমরা দেখো আসলো সে, তার
দেখলাম আমি যাওয়া!
থামতে বলে লজ্জা পেতে
চাইনি আমি জানো,
সুঠাম সে ঠিক, তার ভেতরের
আত্মাটা দুমড়ানো!

হঠাৎ সে যেই হাকলো- ওগো,
শুনছো প্রিয়তমা;
আমরা যাকে খুন করেছি!
তার কি আছে ক্ষমা?

২১/০২/২৩

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: