তুমি এতো সুন্দর / আবু হেনা মোস্তফা কামাল

তুমি এতো সুন্দর
তুমি কি সত্য হতে পারো
না হয় একটু খুঁত থাকতো রূপে
তাহলে আমার হতে আরো।।

বিদিশার কালো নিশা ও কালো কেশে
হাজার বছর পরে যদি না মেশে
মনে হয় কোনো ক্ষতি হতো না কারো।।

তুমি এতো সুন্দর কিছুতেই বিশ্বাস হয় না
কোনো কবি দিতে পারে উপমার সাতনরী গয়না।

উজ্জয়িনীর নীল ও দুটি চোখে
মেঘের চূড়ায় ভেসে এনে দিলো কে
মনে হয় আমি নই শত্রু তারো।।