কেন যে এখনো এলে না / আবু হেনা মোস্তফা কামাল

কেন যে এখনো এলে না
আমি কি এখনো অচেনা
বল আর কত দিন
আঁকি স্বপ্ন রঙিন।।

ঐ দূর পাহাড়ে
বেলা যে গেল
বনের বাতাসে
কান্না এল
তুমি কি আমার সাড়া
তবু পেলে না।।

তবু তুমি একদিন
আসবে বলে
মনের ময়ূর তার
পেখম খোলে
মন দিয়ে কেন আজো
মন মেলে না।।