ওড়াও ঝান্ডা খুনের লাল / ফররুখ আহমদ

ওড়াও ঝান্ডা খুনের লাল
ওড়াও আকাশে আল-হেলাল
খঞ্জরে ভাঙ্গো জিঞ্জির ভীতি
কাঁপুক দুনিয়া টালমাটাল।।

আনো সাম্যের নতুন গান
আনো মানুষের নতুন প্রাণ
আনো উদ্দাম ঝঞ্ঝার গতি
দরিয়ার ঝড় ফেনোত্তাল।।

জালিমের হাতে পশুর প্রায়
আজো মজ্লুম মরিছে হায়
কাটিতে তাদের মৃত্যুর ঘোর
হও মুজাহিদ আজি সামাল।।

মোরা মুসলিম সারা জাহান
ভাঙিয়া গড়িব পাক ওয়াতান
জেহাদের দিন হবে রংগিন
লভিয়া মোদের রক্ত লাল।।

সুর: আবদুল আহাদ
স্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু