ওঠো জাগ্রত জনতা সঘন / ফররুখ আহমদ

ওঠো জাগ্রত জনতা সঘন
তমসায়,
নতুন সূর্য জাগুক মৌন
নিশিছায়।।

ভীরু জড়তায় ছিল যে ঘুমায়ে
যাক্ সে আঁধার অতীতে মিলায়ে,
নতুন যুগের বিদ্যুৎ নভে
শিহরায়।।

জাগে উদ্দাম গতিবেগে নীল
সুপ্ত আকাশ, সাগর ফেনিল,
লাগে দুরন্ত গতিবেগে দোলা
সাহারায়।।

সমুখে চলার ডাক এলো আর
জড়তার শিলা টুটিল এবার
মরণাবর্তে জীবনের সুর
উছলায়।।

সুর: আবদুল আহাদ
স্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু