আমার এ চোখ তোমায় দেখেছে বলে / আবু হেনা মোস্তফা কামাল

আমার এ চোখ তোমায় দেখেছে বলে
প্রিয় বান্ধবী, তুমি সুন্দর হলে।।

সিঁথিমূলে যদি নাই পরো চন্দন
তোমার জন্য তবু অভিনন্দন
আমার প্রাণের প্রদীপে উঠবে জ্বলে।।

যদি ঐ হাতে নাই পরো কঙ্কণ
তবু অনন্যা রবে চির বন্ধন
আমার গানের বেদনার কল্লোলে।।