সাল্লেআলা মুহাম্মাদিন / ফররুখ আহমদ

সাল্লেআলা মুহাম্মাদিন
মানবের মুকুটমণি
সাল্লেআলা মুহাম্মাদিন
ধরণীর চির প্রিয়।।

সারা সৃষ্টির সেরা সৃষ্টি তুমি
সাল্লেআলা মুহাম্মাদিন
নয়নে তোমার নূরের আলো
সাল্লেআলা মুহাম্মাদিন
চির সাধনার ধন তুমি
সাল্লেআলা মুহাম্মাদিন।।

তুমি সুন্দর তুমি কল্যাণ
সাল্লেআলা মুহাম্মাদিন
আখেরী নবী তুমি মহান
সাল্লেআলা মুহাম্মাদিন।।

সুর ও শিল্পী : খালিদ হোসেন