বন, নদী, গ্রাম, মাঠ ভিজছে বৃষ্টিতে,
ভিজছে মাঠের গরু, শালিকের ঘর;
রোমাঞ্চিত কায়া আজ সুখসুখ শীতে,
দুধজলে ভিজে যায় বাউলঅন্তর।
বাউলঅন্তর যায় ভিজে পুরোপুরি
যেভাবে কাকেরা ভেজে দলবেঁধে ছাদে;
কোন্ কালে কে অন্তর করেছিল চুরি,
সেই শোকে গৃহকোণে কেউ যেন কাঁদে!
গৃহকোণে চোখে কারো বয়ে যায় নদী,
আকাশ যে কার শোকে কেঁদে জার জার!
যত দূর চোখ যায়, অথই জলধি
যত দূর মন যায়, প্রণয়পাথার।
বৃষ্টি! বৃষ্টি! বৃষ্টি! আহা, ঝরে ঝরঝর-
ভিজে গেছে দুধজলে বাউলঅন্তর।
২৮.৭.২০১৩ মিলনমোড়, সিরাজগঞ্জ