চোখ খুলে তো পাইনি দেখা চোখ বুজেছি তাই,
যা খুশি তা দেখতে এখন আর তো বাঁধা নাই।।
দেখতে পারি শশুর বাড়ি রসের হাঁড়ি আর
জানলা ধরে বসে আছে মিষ্টি বউ আমার!
দেখতে পারি কাঁড়ি কাঁড়ি টাকার উপর শুয়ে
কিনছি আমি গাড়ি বাড়ি বিদেশে বিভুইয়ে।।
দেখতে পারি কতো কি তার হিসেব নিকেশ নাই…
কালো টাকার পাহাড় গড়ে সেই পাহাড়ে আছি চড়ে
হুরপরীরা লাইন ধরে চাইছে নিতে জামাই করে,
রাস্তাঘাটে মুহুর্মুহু সালাম পড়ে পায়
আকাশ পাতাল এক হয়ে যায় চোখের ইশারায়।।
চোখ খুলে তো পাইনি দেখা চোখ বুজেছি তাই
ঠ্যাঙের উপর ঠ্যাঙ তুলে দি’ আরাম কেদারায়,
হালাল হারাম মেনে কি কাম ওসব কি কেউ মানে
ওসব শুধু চলছে এখন বক্তৃতা বয়ানে।।
স্বর্গ এসে দিচ্ছে টোকা সদর দরজায়…
এমন করে চোখ বুজে দিন পার করে সন্ধ্যায়
আকাশ ভেঙে পড়লো যেনো কোনখানে পালাই?
চোখ খুলেছি কান খুলেছি বাঁচার কি উপায়
সাদা কাপড় মুড়ে কেনো তুলছো খাটিয়ায়?
২৪/০৮/২২