চোখ খুলে তো পাইনি দেখা / সাইফ আলি

চোখ খুলে তো পাইনি দেখা চোখ বুজেছি তাই,
যা খুশি তা দেখতে এখন আর তো বাঁধা নাই।।

দেখতে পারি শশুর বাড়ি রসের হাঁড়ি আর
জানলা ধরে বসে আছে মিষ্টি বউ আমার!
দেখতে পারি কাঁড়ি কাঁড়ি টাকার উপর শুয়ে
কিনছি আমি গাড়ি বাড়ি বিদেশে বিভুইয়ে।।
দেখতে পারি কতো কি তার হিসেব নিকেশ নাই…

কালো টাকার পাহাড় গড়ে সেই পাহাড়ে আছি চড়ে
হুরপরীরা লাইন ধরে চাইছে নিতে জামাই করে,
রাস্তাঘাটে মুহুর্মুহু সালাম পড়ে পায়
আকাশ পাতাল এক হয়ে যায় চোখের ইশারায়।।

চোখ খুলে তো পাইনি দেখা চোখ বুজেছি তাই
ঠ্যাঙের উপর ঠ্যাঙ তুলে দি’ আরাম কেদারায়,
হালাল হারাম মেনে কি কাম ওসব কি কেউ মানে
ওসব শুধু চলছে এখন বক্তৃতা বয়ানে।।
স্বর্গ এসে দিচ্ছে টোকা সদর দরজায়…

এমন করে চোখ বুজে দিন পার করে সন্ধ্যায়
আকাশ ভেঙে পড়লো যেনো কোনখানে পালাই?
চোখ খুলেছি কান খুলেছি বাঁচার কি উপায়
সাদা কাপড় মুড়ে কেনো তুলছো খাটিয়ায়?

২৪/০৮/২২

কুয়াশায় ঢেকে গেলে দৃষ্টি / সাইফ আলি

কুয়াশায় ঢেকে গেলে দৃষ্টি
আঁধার তো নয় তবু মনে হয়
পথ ভুলে ভুল পথে হাঁটছি
ওগো রহমান বর্ষণ করো তুমি
তোমার করুণা বৃষ্টি।।

জীবনের শত চাওয়া পাওয়া
না পাওয়ার ব্যথা
ভুলতে পারি না;
তোমাকে ভুলে যাই সহজেই!
ভাবতেই কুয়াশায় ঢেকে দেয় দৃষ্টি…

সহজ পথে কতো বন্ধু জুটে যায়
কঠিন পথে প্রিয় হাতটাও ছুটে যায়
তুমি থাকো পাশে
এই বিশ্বাসে
বন্ধুর পথও পাড়ি দেওয়া যায়।
তাই সেজদায় পড়ে বার বার করে
বলি প্রভু, তোমারই তো সৃষ্টি…
আমাদের উপর বর্ষণ করো
তোমার করুণা বৃষ্টি।।

২৩/০৮/২২

কতদূর সমুদ্র নীল জলরাশি / সাইফ আলি

কতদূর সমুদ্র নীল জলরাশি
চলো যাই উদাসী ঘুরে আসি ভালোবাসি তার ঢেউ
কতদূর পাহাড় চুড়ায় কি তার মেঘ জমে আছে
আনাচে কানাচে ভিজবো পাথুরে ঝিরিতেও।।

তুমি বসে আছো জানালায়
রাজপথ মাড়াচ্ছি আমি,
সবই তো আছে এখানে
নিজেকে বুঝাচ্ছি আমি।।
তবু কেনো বুঝছে না মন,
ঠেলছে কি মন তোমাকেও?

চলো যাই বনে খুব নির্জনে
দুটো পাখি হয়ে বসে থাকি পাতার আড়ালে,
এলোমেলো হাওয়া ফুলের সুবাসে
বুক ভরে দিয়ে যাক
গভীরে নিয়ে যাক
কি হবে দুজনেই হারালে?

২৩/০৮/২২

অযথা তোমাকে আমি কথা দেবো না / সাইফ আলি

অযথা তোমাকে আমি কথা দেবো না
কথা দেবো না ফিরে আসবোই
কথা দিতে পারি ভালোবাসবোই।।

চাঁদকে ভালোবেসে চকোর পারিনি হতে
ফুলকে ভালোবেসে হৃদয়ের মূল্যতে
বাগান কিনতে আমি পারিনি
তাই বলে ভ্রমরের কাছে কভু হারিনি
মধু না পিয়েই ভালোবেসেছি
বহুবার জোছনায় ভেসেছি, সুযোগ পেলে ভাসবোই।।

আমি এক মুসাফির, সফরসঙ্গী তুমি হবে কি?
না হলেও ক্ষতি নেই একাকী চলার দায় দেবোনা,
যতদূরে যাই আমি তোমাকে ভুলে যাবো ভেবোনা,
দূর থেকে ভালো ঠিকই বাসবোই।।

২২/০৮/২২

কপালে ঘামের বিন্দু / সাইফ আলি

কপালে ঘামের বিন্দু
দু’চোখে অথৈ সিন্ধু
হৃদয়ে গভীর ব্যথা
হায়, দু’ঠোঁটে মুচকি হাসি!

কি তোমার পরিচয়, কে তুমি;
এ কেমন অভিনয় তোমার?
মেঘেদের মতো চোখে কাজল
মেখেছো ক্যানো, তুমি কার
ইশারার দাসী?

তোমার দুধের নদী যার খোরাকী
তোমার কষ্টের কারণ ওরা কি?
পুড়িয়ে নিজেকে জ্বেলেছো যে আলো
জোনাকির প্রেমে সে কাকে হারালো
জানে না, প্রিয় মা…জননী,
তোমাকে বড় ভালোবাসি।।

২০/০৮/২২

চলো যাই সাগর সেচি / সাইফ আলি

চলো যাই সাগর সেচি
সময়ের পঙক্তি বেচি
হৃদয়ের মূল্য আমার জানা
আমি এক গরীব চাষি
তুমি কও ‘ভালোবাসি!’
কিভাবে মিটাই মোহোরানা…।।

আকলের অভাব পাখির
অযথাই স্বভাব পাখির ওড়া,
বৃষ্টি ঝড় বোঝে সে
বুননের খড় বোঝে সে
বোঝেনা কেবল ফুলের তোড়া।।
আগুনে পুড়লে পাখির ডানা?

মেঘে ঘাই দিচ্ছে হাওয়া
যা কিছু ইচ্ছে পাওয়া
না পেলেও নেই অভিযোগ কোনো
হৃদয়ের মূল্য বুঝি
চুকানোর উপায় খুঁজি
মিছে ক্যান এ জাল তুমি বোনো।।
তোমারও হিসেব নাকি জানা?

১৮/০৮/২২

কালো জামা গায় কালো জুতা পায় / সাইফ আলি

কালো জামা গায় কালো জুতা পায়
আড়চোখে কালাচান কার দিকে চায়?
ফরমাল প্যান্ট অ্যাবনরমাল টাই
কালাচান বাস করে উপরতলায়।।

চকচকে কার, অস্থির কারবার
কিছুই করেনা তবু কামায় ডলার!
লিকলিকে হাত নাকি লম্বা ভীষণ
‘সমাজের উন্নতি’ এটাই মিশন।।
ভালোবেসে লোকে বলে- শোনেন মশাই,
এই যুগে তার কোনো বিকল্প নাই।

অমায়িক লোক তার পেশা যাই হোক
কালা সানগ্লাসে ঢাকা রাঙা দুটো চোখ,
জিগাইলে কেউ, ‘ভাই পেশা আপনার?’
ফিক করে হেসে বলে, ‘কন্ট্রাক্টার।।’
আবডালে লোকে বলে- শোনেন মশাই,
আসলে শালার কোনো কাম কাজ নাই!

কালাচান ভাই বসে তামাক সাজায়
মুদ্রাস্ফিতিতেও গিটার বাজায়!
কিছুই করেনা তবু ডলার কামায়
পাঁচতলা দশতলা টাওয়ার বানায়।।
বিস্ময়ে লোক করে বড়ো বড়ো চোখ
তার পিছে পিছে ঘোরে আর মরে হিংসায়।

কালাচান ভাই বেলা সাড়ে বারোটায়
ঘুম থেকে উঠে নাকি আবার ঘুমায়!
ফরমাল প্যান্ট অ্যাবনরমাল টাই
কালাচান বাস করে উপরতলায়।।

১৪/০৮/২২

চুপচাপ রাত্রির এই কারাগার / সাইফ আলি

চুপচাপ রাত্রির এই কারাগার
ভেঙে কাছে পেতে চাই তোমাকে আবার
তোমার ভালোবাসা হৃদয়ে আমার
প্রশান্তি ঢেলে দেয় ভরা জোছনার।।

অভিমানী তারাদের সঙ্গ দিতে
ক্যানো তুমি বসে আছো ব্যালকোনিতে
অনুমতি মেলে যদি তোমার পাশে
তারা হয়ে বসে পড়ি একই আকাশে।।
অনুমতি মেলে যদি গান শোনাবার…

সংসার জীবনের এইতো নিয়ম
ভালোবাসাতেই থাকে সব উপশম
জানি ‍তুমি ভালোবাসো আমারও অধিক
আমিই না হয় এক ব্যর্থ প্রেমিক।।
কাছে এসো ক্ষমা করে এ ব্যর্থতার…

১৩/১০/২২

তারা ঝলমল ঐ আকাশ অতল / সাইফ আলি

তারা ঝলমল ঐ আকাশ অতল..
কোনো দৃষ্টি আজো যার পায়নি তল!
তার দিকে তাকিয়ে ভাবতে গিয়ে
গভীর অনুরাগে দু’চোখ বুজে
নিজেকেই কখন যে হারিয়ে ফেলি;
সেজদায় পড়ে থাকি মাথা গুঁজে।।

এই ঘন সবুজ, এই নীল আসমান
প্রজাপতির পাখা, পাখিদের গান
কার দান? বলো কার দান?
কে সে মহান, রহিম রহমান?
এ প্রশ্নের উত্তর পেয়েছি খুঁজে-
তাঁর সেজদায় পড়ে থাকি মাথা গুঁজে।

আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ
আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ…
কারো সন্তান নন তিনি, তাঁর সন্তান
নেই কোনো, একক, এ সব তাঁরই দান।

এই শাদা-কালো মেঘ, এই বৃষ্টির সুর,
ঘুম ঘুম রাত, এই সোনা রোদ্দুর
কার দান? বলো কার দান?
কে সে মহান, রহিম রহমান?
এ প্রশ্নের উত্তর পেয়েছি খুঁজে-
তাঁর সেজদায় পড়ে থাকি মাথা গুঁজে।

আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ
আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ…
কারো সন্তান নন তিনি, তাঁর সন্তান
নেই কোনো, একক, এ সব তাঁরই দান।।
তাঁরই সেজদায় পড়ে থাকি মাথা গুঁজে।

১২/০৮/২২

চাঁদের মুখে মেঘ জমেছে / সাইফ আলি

চাঁদের মুখে মেঘ জমেছে
মেঘ জমেছে কালো কালো,
মেঘ উড়িয়ে নিচ্ছে বাতাস;
একটু আঁধার একটু আলো।।
তোমরা সবাই কেমন আছো,
দিনগুলো কি যাচ্ছে ভালো?

এখন কেবল রাত দশটা বাজে
ব্যস্ত ভীষণ তুমি হয়তো কাজে
দুষ্টু পাখি দুটো খেলছে বুঝি
ঘুম পাড়িয়ে যেও জায়নামাজে।।
আল্লাহ তোমাদের রাখুক ভালো…

মায়ের খবরটা হয়নি নেওয়া,
বাবার কাছে ফোন করবো নাকি?
একরাশ জড়তার অন্ধকারে
হারিয়ে ফেলি শব্দের জোনাকি।।
নিশ্চিত জানি আমি, মাগো তোমরাও
আমাকে প্রাণের চেয়ে বাসো ভালো…

১০/০৮/২২

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: