A Rose / Sayeed Abubakar

A rose has
bloomed so far,
I get smell,
can’t see her.

A rose has
bloomed so high,
Nose gets smell,
can’t see Eye.

Daylight comes,
daylight goes;
Sleepless I
love the rose.

————————

একটি গোলাপ

একটি গোলাপ পুষ্পিত হলো
কতই না দূরে,
আমি তার ঘ্রাণ পাই,
তবে সে দৃষ্টির বাইরে|
একটি গোলাপ মুকুলিত হলো
কতই না উচ্চতায়,
নাসিকা তার গন্ধ পায়,
তবে সে দৃষ্টিরও বাইরে|
দিন আসে,
দিন চলে যায়;
ঘুমহীন আমি
ভালবাসি গোলাপ|

বঙ্গানুবাদ করেছেন- মাসুমা আখতার রুমা

এখানে আপনার মন্তব্য রেখে যান