The night is growing dark and deep.
And you are going to sleep
having left me alone awake.
I will have passed the whole night for your sake
for your love,
my blue-eyed dove.
—————————–
নীল-নয়না ঘুঘু:
রাত চলেছে অন্ধকার আর
গভীরতার হাত ধরে |
আর তুমি চলেছ ঘুমের দেশে
আমাকে ফেলে বিনিদ্র একাকী |
আমার নীল-নয়না ঘুঘু
আমি তোমার জন্য,
তোমার ভালবাসার জন্য,
পাড়ি দিয়ে দেব সমস্ত রজনী |
বঙ্গানুবাদ করেছেন- মাসুমা আখতার রুমা
এখানে আপনার মন্তব্য রেখে যান