পুড়ে যাওয়া কাগজের বুক
আর লাল টুক টুক এ অসুখ গোলাপের
ভাবনার ও চাদর জড়িয়ে গায়ে
নাটকটা জমে ওঠা পুতুলের; আহা ফের!
পুতুল নাচের চেনা ইতিহাস
আজো এখানে পাচ্ছে বাতাস
আজো আকাশ দখলে কালো মেঘেদের।
সবাই সবার, কেউ কারো নয়
কপাল ঠুকে মাপছে সময়
সময়ের লেজ খসে যায়, তারে পায় কে?
পুড়ে যাওয়া কাগজের বুকে কিছু লেখা;
খুঁজে পড়ে নে।
ঘুম ঘুম ঘুম চোখে ঘুম
চারিদিকে রাত নিঝঝুম
খোকার কপাল খালি পড়ে রয়
তার দুচোখে কেনো সংশয়
কেনোরে চাঁদ চুমু রেখে যাস আধাঁরের।