হাতের ফেরে / সাইফ আলি

হাতের ফেরে দশ মজেছে পাঁচে
মনটা ফড়িঙ তিড়িং বিড়িং নাচে
ম্যাজিক মামু ম্যাজিক দেখায় দেখো
ঘা মেরে সব ছাগল চড়ায় গাছে।

হাতের ফেরে ফুল হয়ে যায় কাঁটা
বিপ্লবী হয় স্বার্থবাদী চাটা
ম্যাজিক মামু ম্যাজিক দেখায় দেখো
ঘা মেরে সব কলসি জোড়ায় ফাটা।

হাতের ফেরে কত্ত কিযে হয়
পোলায় ভোলে বাপের পরিচয়!
সামলে রাখো বুদ্ধি বিবেক জনাব,
এই আবেদন করছি সবিনয়।

এখানে আপনার মন্তব্য রেখে যান