তোমার হাতের ছোঁয়া কই / সাইফ আলি

ও প্রিয় ও… ও প্রিয় সই
আমার জানলাতে আলনাতে
তোমার হাতের ছোঁয়া কই।।

তুমি রাত বিরাতে আসো
শুধু স্বপ্নে কেনো হাসো,
একটু কাছে আসো দুটো
মনের কথা কই।।

শিউলি নাকি বেলি
তোমার কোনটা প্রিয় ফুল?
একটা পরো খোঁপায়
করো আর’টা কানের দুল;
জোছনা ধোয়া আঁচল দেখে
মুগ্ধ হয়ে রই…!

ঝর্ণা তোমার হাসি হাসে
রাত্রি দোলায় কেশ
হঠাৎ এলে চোখের পাড়ায়
হঠাৎ নিরুদ্দেশ।।
নাগাল পেতে তোমার যদি
পেতাম কোনো মই…

১৭/০২/২৩

নির্ঝর কেঁদোনা / সাইফ আলি

নির্ঝর কেঁদোনা
তোমার ঐ বেদনা
তোমারই স্রোতে মিশে যায়…
তুমি যদি বলো-
‘ঝাঁপ দিই চলো
সাগরে’ আমি কি পালাই?

তোমার শীতল জলের আঘাতে
ক্ষয়ে যাক পাথর এ বুকের,
তোমার ছোঁয়ায় জাগুক হৃদয়
নীড় হোক সবুজ সুখের।।
তোমার সুরে তোমার ছন্দে
মাতি তোমার ইশারায়।

নির্জন পাহাড়ে তোমার বসতি
তুমি পাহাড়ের আভরণ
তোমায় ছুঁলে কি লাভ কি ক্ষতি
সে হিসাব করেছে কে কখন।।
তোমার দর্শন জাগায় শিহরণ
তুমি পোড়ো কোন পিপাসায়!

১৭/০২/২৩

কি বিষন্ন রোদেলা দুপুর / সাইফ আলি

কি বিষন্ন রোদেলা দুপুর
কি বিপন্ন আহত এ সুর।।

মনের জানালা বন্ধ
দেখছে না কেউ, যেনো অন্ধ
সময়ের পিঠে সওয়ার হয়ে
চলেছি দূর বহু দূর…

অবসরে সুখ আর শান্তি
ঘিরে আছে ভুল আর ভ্রান্তি
পাথরের জড়তা হৃদয়ে
দু’ঠোঁটে বিষাক্ত আঙুর।

দু’ফোটা এনে দাও বৃষ্টি
দাও সে বেলালের দৃষ্টি
পিপাসা মিটাও প্রভু
কলবে ঢেলে দাও নূর।

১২/০২/২৩

আকাশ তখন মগ্ন ভেজা মেঘে / সাইফ আলি

আকাশ তখন মগ্ন ভেজা মেঘে
একটা চাঁদ আর একটা তারা জেগে
ঘুম ছিলো না চোখের পাতায় কারো;
‘প্রেম কারে কয় বলতে কি তা পারো?’
তুমি বললে হঠাৎ,
প্রেম কারে কয় বলতে কি তা পারো!

আমি দারুণ অবাক চোখে চেয়ে
ভাবছি তুমি চাচ্ছো কি গো মেয়ে!
তুমি কি চাও আগুন হয়ে জ্বলি
জল না হাওয়া কোনটা কে প্রেম বলি?
যেটাই বলি, তুমি কি ধার ধারো?

তার চেয়ে বুক উষ্ণ করি যদি
হইতো তুমিই শান্ত নিরবধি
বইলে তখন, বুঝলে প্রেমের মানে;
করলে তারিফ, ‘জানে সে প্রেম জানে।’
আমিও তখন প্রেমিক হলাম আরও।

এ বুকে বিছাও প্রিয়া তোমার জায়নামাজ / সাইফ আলি

এ বুকে বিছাও প্রিয়া তোমার জায়নামাজ
তুমি যখন একান্ত মনে প্রভুর তসবিহ করো পাঠ
তার পাই যেনো আওয়াজ
আমি পাই যেনো আওয়াজ।।

তোমার চোখের জলে
কি নিপুণ কৌশলে
খোদার আরশ করে জয়
তার করি আন্দাজ
প্রিয়া বিছাও জায়নামাজ।

তুমি আমার ঘরের আলো
অন্তরে প্রেম সুধা ঢালো,
একসাথে আজ প্রভু প্রেমের
খুলি নিগুঢ় ভাঁজ।
প্রিয়া বিছাও জায়নামাজ…

০৬/০২/২৩

এই সুর হারানো রাত / সাইফ আলি

এই সুর হারানো রাত যে একা কাটছে না
থমকে গেছে সময় যেনো হাঁটছে না,
মনের কথা পড়বে এমন দৃষ্টি কার
কার ছোঁয়াতে মিটবে এ ঘোর অন্ধকার।।

তারায় তারায় রুগ্ন আলো
কে বা চাঁদের মুখ পোড়ালো,
শাশ্বত প্রেম, আলোর সাথে দ্বন্দ্ব কার?

ব্যথার ভারে ন্যুব্জ মনে
কে আসে যায় খুব গোপনে
হঠাৎ ধরে হারিয়ে ফেলি ছন্দ তার!

০৬/০২/২৩

অন্দরে কেউ বাজায় বাঁশি / সাইফ আলি

অন্দরে কেউ বাজায় বাঁশি-
ভালোবাসি ভালোবাসি,
বাহির-বাটি কাটাকাটি
যাবজ্জীবন কিংবা ফাঁসী।।

ভুলগুলো সই ভুল না হলে
পড়বে সাড়া সব মহলে,
তারচেয়ে তুই চুপ কোরে থাক
যাচ্ছে তো দিন ভালোই চলে।।
আমরা কিছু বলতে গেলে
বলবে, শালা মুর্খ চাষি।

যুগ জামানা বদ্ধ কানা
মশাল জ্বেলে করবিটা কি,
হস যদি তুই বৃক্ষ ফলদ
সবাই মিলে মারবে ঝাকি।।
তারচেয়ে তুই নীল হয়ে যা,
একলা আমি হই উদাসী।

০৫/০২/২৩

পাথর চাপা ঘাসের মতো মনটা কেনো বর্ণহীন / সাইফ আলি

পাথর চাপা ঘাসের মতো মনটা কেনো বর্ণহীন
হাজার ফুলের বাজার ঘুরে চল করি আজ মন রঙিন।।

আজ পাখির ঝাঁকে উড়বো চল
বন বনানী ঘুরবো চল;
দুখ ভুলিয়ে বুক ফুলিয়ে আসবো নিয়ে নতুন দিন।।

আকাশ বাতাস ডাকছে, আয়
দোয়েল, ঝিঁঝিঁ গান শোনায়
জোনাক জ্বলে, অস্তাচলে
বখতিয়ারের আওয়াজ পাই।

চল শহীদ তিতুর কেল্লাতে
ঝাঁক বেঁধে আজ একসাথে;
স্বাধীনতার নিশান উড়াই, নতুন কোরে হই স্বাধীন।।

০৩/০২/২৩

আমি আমাকে বুঝিনি / সাইফ আলি

আমি আমাকে বুঝিনি
আমাকে বোঝাতে চেয়েছি;
তাই ব্যর্থ হয়েছি,
হেরেছি, কষ্ট পেয়েছি।।

আমি আমাকে খুঁজিনি
খুঁজেছি সহজ কোনটা,
আমি হাজার নাটক, গল্প পড়েছি
পড়িনি আপন মনটা।।
আমি অকারণে বসে বিরহের গান গেয়েছি…

ছিলে জোছনায় ধোয়া আকাশের মতো স্বচ্ছ
আমি তোমাতেই গেছি লীন হয়ে তবু পারিনি
তোমাকে ধরতে!

আমি আমাকে বুঝিনি
বোঝার করিনি চেষ্টা,
আহা পানিতে মেটেনি
এ ভাঙা বুকের তেষ্টা।।
তবু বহুবার বহুবার যে মিটাতে চেয়েছি…

০২/০২/২৩

কি জানি কখন কেমন করে / সাইফ আলি

কি জানি কখন কেমন করে
আমার শহরে তার আগমন,
সে আমার সবচে গোপন
অন্ধকারে আলোর শিহরণ।।

সে আমার শামুক সুখের ছোট্ট নালা
রহস্যে ঘেরা প্রিয় গ্রন্থশালা;
নতুন নতুন তার চোখের ভাষার
মুগ্ধ পাঠক হয়ে রই আজীবন।।

সমুদ্র নীল চোখে উদাসী নাবিক
আমি হারিয়েছি কূল,
উথাল পাথাল ঢেউ দোলায় জাহাজ হায়
ভাঙা মাস্তুল।

সে আমার দূর্বা সবুজ বুকে শিশিরের সুখ,
বকুলের ঘ্রাণ, প্রিয় শিউলির মুখ;
স্মৃতির শরীর ঘেঁটে প্রিয় কবিতায়
নিজেকে খোঁজার কারণ অকারণ।।

০১/০২/২৩

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: