তুমি চেয়েছিলে মুক্ত স্বদেশ ভূমি
তুমি চেয়েছিলে এ বিরান মাঠে
ফসলের মৌসুমী।।
মিথ্যারে তুমি মান নাই নতশিরে,
চাওনি শান্তি গোলামীর জিনজিরে,
চাওনি কখনো দাসের জীবন
সুপ্তি শিখর চুমি।।
সে আজাদী এল তোমার রঙে রাঙি,
শৃঙ্খল ভয় পড়িল ধূলায় ভাঙি,
নতুন ঊষায় মুখ তুলে চায়
ফসলের মৌসুমী।।
সুর: আবদুল আহাদ
স্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু
মন্তব্য করুন