কবিতার মত সুন্দর তুমি তাই
আমি চিরদিন আর কিছু নয়, শুধু
কবি হ’তে চাই।।
আমি উপমার দ্বীপ জ্বেলে
তোমায় দেখেছি অবাক নয়ন মেলে
তুমি কোনদিন সেই কথা জানো নাই।।
কে জ্বালে অমন রূপের দেয়ালী
প্রতিমা তো জানে না তা,
তবু শিল্পী তুলির ছোঁয়ায়
ভরে তার আঁখি পাতা।
আমি কত না অলংকারে
তোমায় সাজায়ে দেখেছি যে বারে বারে
চিরদিন যেন সেই অধিকার পাই।।
সুর: আনোয়ার উদ্দিন খান
মন্তব্য করুন