এই আজাদী নিয়ে এলো চাঁদ সিতারা;
এল শিকল ভাঙ্গা দিন বাঁধনহারা।।
এল জোয়ার এল প্রাণ প্রবাহে আজি,
সেই চলার তালে ওঠে দু’কূল বাজি;
শুধু সমুখ পানে চলে বন্যাধারা।।
আজ এসেছি সবে আর নহি তো একা,
আজ সবার সাথে পড়ি ললাট লেখা;
এই জামাতে আজি ভোল্ দুখের কথা
আজ ভুলে যা তোরা ব্যথা বিহ্বলতা;
গাহি মিলিত সুরে এই কওমী নারা।।
সুর: আবদুল আহাদ
স্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু
মন্তব্য করুন