মাটির মানুষ, মাঠের মানুষ,
ঘাটের মানুষ আর,
এই জামাতে সবার সাথে
সমান দাবীদার
লাঙল নিয়ে মাঠে যারা
জিন্দেগানি কাটায় তারা
সুখের ফসল দিয়ে কেবল
পায় যে দুখ ভার।।
যারা পথে মজুর হ’য়ে
পরের বোঝা বেড়ায় ব’য়ে
হাজার ব্যথার আগুন স’য়ে
পায় না খুঁজে পার।।
ঘুমায় যখন নিসাড় জাতি
তখন যারা জাগে রাতি
বাঁচিয়ে রাখে এই আজাদী
যাদের হাতিয়ার।।
সুর: আবদুল আহাদ
স্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু
মন্তব্য করুন