মনের ক্ষত মনের চোখে দেখতে যে না পারে / সাইফ আলি

মনের ক্ষত মনের চোখে দেখতে যে না পারে
কেমন কোরে মনের ব্যথা বুঝাই বন্ধু তারে?

মুখের ভাষায় যায় না বলা কতো কথা থাকে
চোখের উঠোন ভরে সে এক শিল্পী ছবি আঁকে!
সেও না পারে আঁকতে যারে, আঁকতে পারে মন;
সেই ছবির ভাষা বুঝতে মনের চোখের প্রয়োজন।।
অমন চক্ষু পেলাম নারে…

জগৎ ঘুরে ছাই হই পুড়ে না জানি কার খোঁজে
আমি যারে বুঝি নারে সেকি মোরে বোঝে?
চারিদিকে কতো রঙিন মানুষ এ সংসারে!

২৭/০৮/২৩