রাতের আঁধার কেটে আসে যদি স্বর্ণালি ভোর / সাইফ আলি

রাতের আঁধার কেটে আসে যদি স্বর্ণালি ভোর
নাইবা আমি তার সাক্ষী হলাম, সে আলোর ছোঁয়া পাবে আমার কবর।।
তোমাদের কানে কানে ঢেলে যাই আজ সেই
কাঙ্খিত ভোরের খবর…

আমাদের ডানাগুলো ভেঙে দেয় দিক
বুকের আকাশ জুড়ে বিশ্বাসী তারা তবু করে ঝিকমিক
যে তারার রোশনিতে পারে পথ খুঁজে নিতে
সাহসী নাবিক
ভেদ করে শত বাঁধা, আঁধারের ঘোর।

শাহাদাৎ পেয়ালায় ঠেকাতে এ ঠোঁট
তাকওয়ার ঘ্রাণ চাই তীব্র প্রকট
আরও চাই প্রেম আরও কালেমায় প্রাণ,
হৃদয়ের বিশালতা ছুঁক আসমান।

আমাদের চাওয়া পাওয়া, আমাদের সব
বিকিকিনি হয়ে গেছে, ক্রেতা কে জানো কি তুমি? সুমহান রব;
তাঁর ক্ষমা, ভালোবাসা কলবের পিপাসা, করি অনুভব!
তাঁকে পেলে জীবনের সবই সুন্দর।

২৭/০৮/২৩