আমি বাজার করতে শিখিনি এখনো / সাইফ আলি

আমি বাজার করতে শিখিনি এখনো
ঠকে যাই বারবার,
কিভাবে শিখবো বলো এ জটিল
হৃদয়ের কারবার।।

তুমি ভাবুকের মতো পড়ে ফেলো চাঁদ
পড়ে ফেলো গ্রহ তারা
নিশ্বাসে করো প্রেমের আবাদ
বিশ্বাসে ঘরছাড়া।।
আমি কিছুই পারিনা নিজেকে সে কথা
বোঝাই হাজারবার…

আমি একটাই শুধু কৌশল জানি
একটাই পথ চিনি,
প্রিয়তমা আসো সে পথেই হোক
হৃদয়ের বিকিকিনি।।
খুব সংক্ষেপে বাঁধা পড়ি,গড়ি
লাল নীল সংসার।

২৮/০২/২৩

মাটির প্রেমে মজলিরে মন / সাইফ আলি

মাটির প্রেমে মজলিরে মন
মালিক তোরে ডাকবে যখন
তখন তাঁরে কি বুঝ দিবি বল
মাটির দেহ ঘুমাক পড়ে
তাঁর দুয়ারে চল।।

সপ্ত আকাশ তারার মেলা
যে নাম জপে সারাবেলা
যে নাম জপে বৃক্ষরাজি
পাথর-মাটি-জল
যে যা বলে বলুক রে মন
তাঁর দুয়ারে চল।।

তাঁর দুয়ারে খালি হাতে
কেমনে যাই, কি নিই সাথে
অশ্রুদানায় ভরে তুলি শূন্য করতল।।

দুদিনের এই সফর শেষে
ফিরবি যখন নিজের দেশে
কি কৈফিয়ত দিবিরে মন
করলে তলব বল।।

২১/০২/২৩

হাঠাৎ সেদিন জানলা দিয়ে / সাইফ আলি

হাঠাৎ সেদিন জানলা দিয়ে
হাত বাড়ালো কেউ
তোমরা দেখো শান্ত নদী
আমি দেখি ঢেউ…

হঠাৎ সেদিন হাত বাড়ালো-
গোলাপ রাঙা হাতে
শিউলিটুকু থেঁতলে গেছে
ঝরলো যে শেষরাতে।

হঠাৎ সেদিন…
হঠাৎ সেদিন চোখ খুলে তার
আকাশ পানে চাওয়া,
তোমরা দেখো আসলো সে, তার
দেখলাম আমি যাওয়া!
থামতে বলে লজ্জা পেতে
চাইনি আমি জানো,
সুঠাম সে ঠিক, তার ভেতরের
আত্মাটা দুমড়ানো!

হঠাৎ সে যেই হাকলো- ওগো,
শুনছো প্রিয়তমা;
আমরা যাকে খুন করেছি!
তার কি আছে ক্ষমা?

২১/০২/২৩

আজও ধন্য ধন্য রব ওঠে / সাইফ আলি

আজও ধন্য ধন্য রব ওঠে
তোমার নামে হে রাসূল
দরুদ পাঠে হৃদয় মাঠে
শিশির জমে, ঝরে বকুল।।

তোমার দেখানো পথে
হাজার গোলাপ যায় ঝরে
ভুলে সকল স্বার্থ তাদের
বিশুদ্ধ প্রেম অন্তরে।।
জানি তাদের শাফায়াত তুমি
তোমার শাফায়াত হবে কবুল…

যখন তোমার প্রতি সালাম পাঠাই
দরুদ পড়ি তোমার নামে
পাপে তাপে দারুণ খরায়
ঠিক তখনই বৃষ্টি নামে।

আল্লাপাকের নূর দিয়ে
দিয়েছো পথ চিনিয়ে
তুলেছো দুই হাত আবার
অশ্রুতে বুক ভিজিয়ে।।
যাদের জন্য তাদের ক’জন
তোমার প্রেমে হলো ব্যকুল?
যাক ভেঙে যাক তাদের এ ভুল।

২১/০২/২৩

তুমি সুরে সুরে গাও / সাইফ আলি

তুমি সুরে সুরে গাও
যেখানে যা পাও
আমার গানটা গাওনা,
তুমি সব মনে রাখো
ঠিকঠাক শুধু
ভুলে যাও আমার পাওনা।।

তুমি দ্বারে দ্বারে করো সুখ-দুখ ফেরি
আমার দ্বারে তো আসো না,
তুমি যতো যায় বলো আমাকে আসলে
মন থেকে ভালোবাসো না।
প্রিয়, ছলাকলা ছাড়ো, মুখ ফুটে শুধু
বলো একবার – চাও না।

এই অগোছালো দিন রাত্রির পেটে
যাপনের চেয়ে গ্লানি কি?
শুধু ফুলগুলো নিয়ে নাড়োচাড়ো, আমি
নির্জীব ফুলদানি কি?
প্রিয়, অবসর খোঁজো, অবসর খোঁজো,
একটু সময় দাওনা।

২০/০২/২৩

তোমার বিষণ্নতার ছাদে / সাইফ আলি

তোমার বিষণ্নতার ছাদে
আমি আসবো কদিন বাদে
তুমি আমার জন্যে তোমার মনের দরজা খোলা রেখো,
তুমি চাঁদের কাছে এখন নাকি একলা থাকা শেখো?

তুমি রাগ কোরোনা প্রিয়
আর কদিন বাদেই ছুটি
এবার আসলে ফিরে
দেখবে আমার পোক্ত হাতের রুটি।

অভিমান কোরোনা প্রিয়
এই কর্মচারীর প্রেমে
কোনো খুঁত পাবে না,
খুঁত যা পাবে- দিনযাপনের ফ্রেমে।
আর এ খুঁত নিয়েই বাঁচতে হবে এটুক মনে রেখো…

তুমি জানলে অবাক হবে
আমি মেঘ করেছি জমা
ভেঙে বৃষ্টি এলেই তাতে
তুমি ভিজবে প্রিয়তমা,
তুমি ভিজবে দারুণ সুখে
তোমার মেঘলা ভারি মুখে
আমি হাত ছোঁয়াতেই বিজলি তখন
চমকাবে খুব দেখো।

এই একলা জীবন জানো
লাগে রাত্রি এলেই ভারি
আমি প্রেমিক হতাম আরো
যদি থাকতো জমিদারি,
এই মেস খরচের খাতা
যেতো কাব্য কলার খাতে
ভাবো স্বচ্ছলতার মাঝে
তুমি হাত রেখেছো হাতে!
এই কর্মচারীর প্রেমে কোনো খুঁত পাবে না প্রিয়
খুঁত যা পাবে একটু না হয় আড়াল করেই রেখো।

১৯/০২/২৩

তোমার হাতের ছোঁয়া কই / সাইফ আলি

ও প্রিয় ও… ও প্রিয় সই
আমার জানলাতে আলনাতে
তোমার হাতের ছোঁয়া কই।।

তুমি রাত বিরাতে আসো
শুধু স্বপ্নে কেনো হাসো,
একটু কাছে আসো দুটো
মনের কথা কই।।

শিউলি নাকি বেলি
তোমার কোনটা প্রিয় ফুল?
একটা পরো খোঁপায়
করো আর’টা কানের দুল;
জোছনা ধোয়া আঁচল দেখে
মুগ্ধ হয়ে রই…!

ঝর্ণা তোমার হাসি হাসে
রাত্রি দোলায় কেশ
হঠাৎ এলে চোখের পাড়ায়
হঠাৎ নিরুদ্দেশ।।
নাগাল পেতে তোমার যদি
পেতাম কোনো মই…

১৭/০২/২৩

নির্ঝর কেঁদোনা / সাইফ আলি

নির্ঝর কেঁদোনা
তোমার ঐ বেদনা
তোমারই স্রোতে মিশে যায়…
তুমি যদি বলো-
‘ঝাঁপ দিই চলো
সাগরে’ আমি কি পালাই?

তোমার শীতল জলের আঘাতে
ক্ষয়ে যাক পাথর এ বুকের,
তোমার ছোঁয়ায় জাগুক হৃদয়
নীড় হোক সবুজ সুখের।।
তোমার সুরে তোমার ছন্দে
মাতি তোমার ইশারায়।

নির্জন পাহাড়ে তোমার বসতি
তুমি পাহাড়ের আভরণ
তোমায় ছুঁলে কি লাভ কি ক্ষতি
সে হিসাব করেছে কে কখন।।
তোমার দর্শন জাগায় শিহরণ
তুমি পোড়ো কোন পিপাসায়!

১৭/০২/২৩

কি বিষন্ন রোদেলা দুপুর / সাইফ আলি

কি বিষন্ন রোদেলা দুপুর
কি বিপন্ন আহত এ সুর।।

মনের জানালা বন্ধ
দেখছে না কেউ, যেনো অন্ধ
সময়ের পিঠে সওয়ার হয়ে
চলেছি দূর বহু দূর…

অবসরে সুখ আর শান্তি
ঘিরে আছে ভুল আর ভ্রান্তি
পাথরের জড়তা হৃদয়ে
দু’ঠোঁটে বিষাক্ত আঙুর।

দু’ফোটা এনে দাও বৃষ্টি
দাও সে বেলালের দৃষ্টি
পিপাসা মিটাও প্রভু
কলবে ঢেলে দাও নূর।

১২/০২/২৩

আকাশ তখন মগ্ন ভেজা মেঘে / সাইফ আলি

আকাশ তখন মগ্ন ভেজা মেঘে
একটা চাঁদ আর একটা তারা জেগে
ঘুম ছিলো না চোখের পাতায় কারো;
‘প্রেম কারে কয় বলতে কি তা পারো?’
তুমি বললে হঠাৎ,
প্রেম কারে কয় বলতে কি তা পারো!

আমি দারুণ অবাক চোখে চেয়ে
ভাবছি তুমি চাচ্ছো কি গো মেয়ে!
তুমি কি চাও আগুন হয়ে জ্বলি
জল না হাওয়া কোনটা কে প্রেম বলি?
যেটাই বলি, তুমি কি ধার ধারো?

তার চেয়ে বুক উষ্ণ করি যদি
হইতো তুমিই শান্ত নিরবধি
বইলে তখন, বুঝলে প্রেমের মানে;
করলে তারিফ, ‘জানে সে প্রেম জানে।’
আমিও তখন প্রেমিক হলাম আরও।

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: