Advertisements
বাঁকা চাঁদ মামা তুমি
ধরে রাখো দোলনা,
চুপ চুপ ঝিঁঝিঁপোকা
কোনো শোরগোল না।
ঢুলুঢুলু চোখে তার
ঘুম ঘুম ঘুম কি?
জোনাকিরা দল বেঁধে
জ্বেলে রাখে চুমকি।
মিঠিমিঠি হাসে খোকা
হাঁটে কোন রাজ্যে,
স্বপ্নের কোন দেশ
ঘুরে এলো আজ যে!
তার কোনো সন্ধান
দিতে পারো রাত্রি?
আমরাও হতে চাই
তার সহযাত্রি।
04.02.19
হলুদ গাঁদা শিউলি শাদা
রঙ বরঙের ডালিয়া
বকুল ফুলের গাঁথছে মালা
ছোট্ট খুকু মালিয়া।
এই মালাটা পাবে কে
মিষ্টি সুরে গাবে যে।
তাই শুনে সব গানের পাখি
খুকুর কাছে ছুটলো রে;
কয়টা মালা গাঁথতে খুকু
কয় ঝুড়ি ফুল খুটলো রে?
04.02.19
রাতের আঁধারে যে বিস্বাদ করো চুরি
আমি সেই চাঁদ নিয়ে পথে পথে ঘুরি
শহরের ওলি গলি, ব্যালকোনি, ছাদে
তোমার তৃতীয় চোখ চুরি করে কাঁদে
আমি সেই অপরাধে হই অপরাধী
ওগো শাহাজাদী।।
03.02.19