তোমার হাতের ছোঁয়া কই / সাইফ আলি
ও প্রিয় ও… ও প্রিয় সইআমার জানলাতে আলনাতেতোমার হাতের ছোঁয়া কই।। তুমি রাত বিরাতে আসোশুধু স্বপ্নে কেনো হাসো,একটু কাছে আসো দুটোমনের কথা কই।। শিউলি নাকি বেলিতোমার কোনটা প্রিয় ফুল?একটা পরো খোঁপায়করো আর’টা কানের দুল;জোছনা ধোয়া আঁচল দেখেমুগ্ধ হয়ে রই…! ঝর্ণা তোমার হাসি হাসেরাত্রি দোলায় কেশহঠাৎ এলে চোখের পাড়ায়হঠাৎ নিরুদ্দেশ।।নাগাল পেতে তোমার যদিপেতাম কোনো মই… ১৭/০২/২৩
স্বপ্নে আমি শুনতে পেলাম তার / আবু হেনা মোস্তফা কামাল
স্বপ্নে আমি শুনতে পেলাম তারকণ্ঠভরা সুরের ঝংকার।। তার আকুল করা মঞ্জীরেআকাশ নামে মন ঘিরেকাজল চোখের চাহনিতে গোপন অভিসার।। চাঁদের সাথে মিতালী তারবন্ধু পলাশ বীথিঘুমের দেশে ভালবেসেছড়ায় মধুর গীতি। তার পুষ্পবতী যৌবনেরঙের ছোঁয়া মৌবনেখোঁপায় দোলে কৃষ্ণচূড়ার রঙিন অলংকার।।
নির্ঝর কেঁদোনা / সাইফ আলি
নির্ঝর কেঁদোনাতোমার ঐ বেদনাতোমারই স্রোতে মিশে যায়…তুমি যদি বলো-‘ঝাঁপ দিই চলোসাগরে’ আমি কি পালাই? তোমার শীতল জলের আঘাতেক্ষয়ে যাক পাথর এ বুকের,তোমার ছোঁয়ায় জাগুক হৃদয়নীড় হোক সবুজ সুখের।।তোমার সুরে তোমার ছন্দেমাতি তোমার ইশারায়। নির্জন পাহাড়ে তোমার বসতিতুমি পাহাড়ের আভরণতোমায় ছুঁলে কি লাভ কি ক্ষতিসে হিসাব করেছে কে কখন।।তোমার দর্শন জাগায় শিহরণতুমি পোড়ো কোন পিপাসায়! ১৭/০২/২৩
ছবি দেখে লেখুন
ছবি দেখে গল্প, কবিতা, ছড়া, কৌতুক ইত্যাদি যে কোনো ধরণের লেখা পাঠাতে পারেন নিচের মেইলে । ছবিটি বাছাইকৃত লেখাটির অলংকরণ হিসেবে যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
saifali1590@gmail.com















