ডাকছো তুমি / সাইফ আলি
এই কি আমার হাতের কামাই? আবদ্ধ ঘর!এই কি আমার কাব্য কলার আরাধ্য স্বর?এই আঁধারের ভিটেয় অতল ঘুমের ব্যরামভুলিয়ে দিতে চাচ্ছে সকল আবদ্ধ খাম।খুলবো কিনা ভাবছি বসে ভাবছি বসেমিলছে না তো সকল হিসেব অঙ্ক কষে!রক্ত মাখা একটা চোখের নিরব বয়ানসূত্রে ফেলে যায় কি বাঁধা? নেই সমাধান!যোগ বিয়োগের কিতাব পড়ে লাভ হলো কিসবাই বলে তোমাই ছাড়া ভালোই…
অনুকবিতা ৪৬ / সাইফ আলি
তোমার কথা লেখবো বলে কলম ধরিডর করে খুব, অনেক ভেবেনিজের মুখেই ছিটিয়ে থুতুঘুমিয়ে পড়ি। ০৪/০৪/২৩
স্বাধীনতা / সাইফ আলি
তুমি ফুলে ফুলে ওঠা বুকের জমিনে বাতাসের বিপ্লবতুমি কবিতায় রাঙা রাজপথভেঙে পাখিদের উৎসব! তুমি একা বেড়ে ওঠা শিশুটির চোখনীল নীল নীলাকাশতুমি যুবকের বুক যুবতীর ঠোঁট, ভালোবাসা একরাশ। তুমি স্বাধীনতা, তুমি ভাঙা গড়া, তুমি দুকূল ভাসানো নদীআমি ঘুমাতাম খুব ঘুমাতাম আজ তুমি না হতাম যদি। ২৮/০৩/২৩
ছবি দেখে লেখুন
ছবি দেখে গল্প, কবিতা, ছড়া, কৌতুক ইত্যাদি যে কোনো ধরণের লেখা পাঠাতে পারেন নিচের মেইলে । ছবিটি বাছাইকৃত লেখাটির অলংকরণ হিসেবে যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
saifali1590@gmail.com















