Available 03 / Saif Ali

Advertisements

Covers Available 02 / Saif Ali

অনুকবিতা ১২ / সাইফ আলি

মুতিয়ারা সংসদে দাঁড়িয়ে
রাজাকার বলে আজ গালি দেয়
ভুতেরাও দেখে সেই কৌতুক
মিটিমিটি হাসে আর তালি দেয়।

*মতিয়া চৌধুরীর সংসদে দাঁড়িয়ে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার প্রতিবাদে

অনুকবিতা ১১ / সাইফ আলি

প্রিয়তমা কথা দাও খালি হাতে ফিরাবেনা আর…
প্রিয়তমা কথা দেয় ঠিকই
ফিরে আসে ব্যথিত প্রেমিক
নগর ঘুমিয়ে পড়ে
রাতের অন্ধকারে মুছে যায় রক্তের দাগ!

অনুকবিতা ১০ / সাইফ আলি

এসব নিয়ে ফালাফালির কারণ তো নেই কোনো!
কে মেরেছে আসল কথা মড়ার মুখেই শোনো।

*বিউটি_হত্যা

চিলের ছায়া / সাইফ আলি

উড়ন্ত এক চিলের ছায়া
মাটির উপর পড়ছিলো,
তা দেখে এক ছোট্ট শিশু
দু’হাত মেলে ধরছিলো।

সবাই তাকে বললো, বোকা
মানুষ কি আর উড়তে পারে!
সেই থেকে সেই না’য়ের বোঝা
সকাল বিকাল দাবায় তারে।

কিন্তু যদি মনের ডানা
সাহস কোরে মেলতো সে,
এই পৃথিবী আকাশ বাতাস
মুঠোই পুরে খেলতো সে।

অনুকবিতা ০৯ / সাইফ আলি

সাগরে যে নেমেছে সে জানে
লোনা হয় সাগরের জল,
তাই বলে অশ্রুর সাদ
সে জলে মাপে না।

হাজার চোখের জল ধুয়ে দিতে সাগর তো
কখনো কাপে না।

মায়াবতি ম্যাজিক দেখাও / সাইফ আলি

মায়াবতি ম্যাজিক দেখাও
এই চোখে ক্লান্তি নেমেছে
মায়াবতি কথা কও, হাত রাখো চুলের গোড়ায়
বিন্দু বিন্দু ভয়, জমেছে শিশির।
মায়াবতি চোখ তুলে চাও একবার…
দেয়ালে ঠেকেছে পিঠ
খাদের কিনারে এসে চেতনার সবকটি পা
থরথর কাপে,
মায়াবতি, তোমার বুকের তাপে
চেপে রাখো; আরো জোরে,
বের হোয়ে যাক সব ভীরু নিশ্বাস।
মায়াবতি ম্যাজিক দেখাও
চোখে রাখো হাত,
একবার ঘুমের গভীরে
আমিও হারাতে চাই;
আমাকেও প্রেমিক বানাও।

আকারে ও ইঙ্গিতে / সাইফ আলি

আকারে ও ইঙ্গিতে বোঝালেন নেতা-
সততার কথা কয় পাগলে,
ওভাবে কি কোনোদিন যায় নাকি জেতা!
বাধা পড়া যাবে না সে আগলে।

মুহূর্তে গুঞ্জন শুরু হলো এই-
মুখে তিনি বলেছেন প্রমান পেলেই
ছেড়ে দেবো দল!
নেতা তুই একবার বাংলায় বল…