যে আগুনে পুড়ি আমি / সাইফ আলি

যে আগুনে পুড়ি আমিযেই জলে ভাসি,সে আগুন না ছুঁয়েইসেই জলে না নেমেইকরো হাসাহাসি।। কারো কারো জীবনের অর্থঅভিধান ঘেঁটে বের করা যায় না,কোনো কোনো কবিতার মর্মভাষা জ্ঞান খাটিয়েই ধরা যায় না।।যতটাই পথ চলা হোক পাশাপাশি… কতো কথা থাকে কতো স্বপ্নযাপিত এ জীবনের আড়ালেবেজে ওঠে প্রিয়তম কত সুরহঠাৎ জীবন থেকে হারালে। ঝরে পড়া বকুলের গন্ধবুকে ধরে বেশিক্ষন…

মনের কথা বল / সাইফ আলি

এই জল-জোছনা জলভেজায় শতদলতুই মনের কথা বল সখী আজমনের কথা বল।। ঝিঁঝি ঝিঝি চতুর্দিকেজোনাক জোনাক মনরূপোর জলে কি টলটলেমায়াবী উঠোন।।ও উঠোন তো নয় শীতল পাটিবিছিয়ে বসি চল। এই রাত যেনো তোর চুলআর দরিয়া দুই চোখমন-মরুভূমি তোর ছোঁয়াতেফুল বাগিচা হোক। দুরুদুরু কাঁপন বুকেরশুনতে কি পাস তুই,তোর কাজল গলা বৃষ্টি যখনআলতো করে ছুঁই??তোর কান্না হাসি দুটোই আনেএই…

আমি কোন সাগরের জল সেঁচেছি / সাইফ আলি

আমি কোন সাগরের জল সেঁচেছিকোন পাথরের মন যেচেছিকোন পাহাড়ের চুড়ায় উড়োমেঘের কাছে প্রেম বেচেছিসারা জীবন ধরে;আমি ফিরছি মুসাফিরের বেশে আমারই শহরে!! যার আছে দুই পাখির ডানাকে বেঁধে দেয় তার সীমানা;কার দু’চোখে তার বিরহেবৃষ্টি খেলা করে?? আমি ঘুমিয়ে পড়ার ভান করি রোজস্বপ্ন দেখার লোভে,স্বপ্নরা ঘাড় বাঁকিয়ে রাখেনা জানি কোন ক্ষোভে! পাতাবাহার দুঃখটা যারমুখে মুখে তার সমাচারযতই…

ছবি দেখে লেখুন

ছবি দেখে গল্প, কবিতা, ছড়া, কৌতুক ইত্যাদি যে কোনো ধরণের লেখা পাঠাতে পারেন নিচের মেইলে । ছবিটি বাছাইকৃত লেখাটির অলংকরণ হিসেবে যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
saifali1590@gmail.com

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: