ACRYLIC ON TILES
ACRYLIC ON TILES
ACRYLIC ON TILES
মান যায় যাক তবু পদ বেঁচে থাক
নাক বেঁচে হয়েছি যে হাসির খোরাক;
এঁটো খেয়ে খেয়ে আজ এই পজিশন
দ্যাখ ভাই ছেড়ে দিতে চাচ্ছে না মন।
আমার কি দোষ, আমি হুকুমের দাস
বর্গায় নিয়ে জমি করে খায় চাষ;
মালিকের কথা মতো চলি ফিরি এই,
সত্যি বলছি কোনো স্বাধীনতা নেই।
পরধনে পোদ্দারি ক্যামনে তা করি
হাড় ছুড়ে দিলে তাই ছুটে গিয়ে ধরি,
স্বভাবটা যারই হোক অভাবটা যার
আমিও গোলাম শুধু সেই ক্ষমতার।
09.10.19
কুত্তা দেখে ভড়কিয়ে যাও
শুয়োর দেখে নাচো
তোমরা নাকি শেয়াল তাড়াও
মুরগি হয়ে বাচো!?
হাড় চেটে কেউ বাঘ হয়ে যাও
হরীণ খাওয়ার লোভে,
কিন্তু আবার আমিষ দেখে
লাল হয়ে যাও ক্ষোভে!
আন্দোলনের গন্ধ পেলে
সন্ধানী হও চুপে,
সুযোগ মতো ফায়দা লুটে
সাবধানে যাও ছুপে!
তোমরা নাকি বুদ্ধি বেচে
পয়সা কড়ি কামাও,
মাজার পারে লাত্থি দিমু
ফালতু আলাপ থামাও।
09.10.19