ইচ্ছে মতো / সাইফ আলি

ইচ্ছে মতো খেলতে পারো এখানে
মনের মতো মন আছে
ছোট্ট ঝাউয়ের বন আছে
ঘাসে ঘাসে ফুলের মেলা যেখানে।

খেলতে তোমার ইচ্ছে করে যে খেলা
খেলতে পারো লুকোচুরি
আকাশ পানে রঙিন ঘুড়ি
উড়িয়ে দিয়ে নাটাই ধরে একেলা।

গাইতে যদি ইচ্ছে করে গানগুলি,
কণ্ঠ ছেড়ে গান ধরো
মিষ্টি সুরে তান ধরো
পাতার ফাঁকে লুকিয়ে যেমন বুলবুলি।

মজার মজার গল্প গানের বই ভরা
ইচ্ছে হলে বই পড়ো
রং তুলিতে রং করো
ইচ্ছে হলে সব এখানে যায় করা।

এখানে আপনার মন্তব্য রেখে যান